স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। বুধবার বেলা ১২টার দিকে স্থানীয় আল আমিন এতিমখানা মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- মাহমুদ হাসান ও রাহাত। নবাবগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, মাদরাসার পুরাতন ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য পাইলিং চলছিল। মাসুদ ও রাহাত পাশের খোলা হায়গায় খেলছিলো। এ সময় কেবল ছিঁড়ে গেলে পাইলিংয়ের পাইপ পাশের দেয়ালের ওপর পড়ে। এতে দেয়াল ভেঙে পড়লে মাসুদ ও রাহাত নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।