কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করার সময় কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে (৪৫) আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মোয়াবিয়া হুসাইন শহরের বন-বিভাগ পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি।

কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো শহরে বলাবাড়িয়া এলাকায়। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গোপন বৈঠক করার সময় মোয়াবিয়া হুসাইনকে আটক করা হয়।

Leave a comment