ঢাবি ভিসি ও তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি

 

স্টাফ রিপোর্টার: আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এ তালিকায় রয়েছে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও উপস্থাপিকা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অফিসে ডাকযোগে এ হুমকি বার্তা আসে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তালিকায় অন্য ব্যক্তিরা হলেন- বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নুর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু,  বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এসএম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল ও সঙ্গীতা ইমাম। এ তালিকা আরো বড় হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটা জিডি করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ড. এম আমজাদ আলী। উল্লেখ্য, এর আগেও ঢাবি ভিসিসহ ১১ জনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম।

Leave a comment