দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বর্ষার শুরুতেই ছাতা মেরামত ও বিক্রির হিড়িক

 

মোস্তাফিজুর রহমান কচি: প্রকৃতির নিয়ম অনুযায়ী আষাঢ়ের শুরুতেই মুষলধারে বৃষ্টিতেই জীবনযাত্রা বিপর্ষস্ত হয়ে পড়েছে। এরপরও থেমে নেই জীবনযাত্রা। মানুষজন ছুটছে ছাতার দোকানগুলোতে, সেই সাথে লোকজন বাড়িতে থাকা ভাঙাচুরো ছাতা মেরামত করতে বাজারে আসছে কারিগরের কাছে। কারিগরদের ছাতা মেরামত করতে হিমশিম খেতে হচ্ছে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ছাতার দোকানগুলোতে ক্রেতারা ছাতা কেনার জন্য ভিড় জমাচ্ছে। দোকানিরা জানান, এখনও কোনো নতুন ছাতা বাজারে আসেনি। তবে গত বছরের থাকা সব ছাতা বিক্রি হয়ে গেছে। কারিগর আবুল কাশেম জানান, আমি দীর্ঘ ৩০ বছর ধরে এ পেশায় নিয়োজিত রয়েছি। এ ব্যবসা বছরে ৪/৫ মাস চলে কিন্তু বর্ষা নেমে আসায় ব্যবসা আগে থেকে শুরু করতে হয়েছে। প্রতিদিন তারা ৫০০/৬০০ টাকা আয় করছে। তবে ছাতা মেরামত কাজে নিয়োজিত থাকতো ফরিদপুর ও নোয়াখালী জেলার লোকজন। তারা বর্ষা শুরুর আগেই এলাকায় চলে আসতো, বিভিন্ন বাজারে কোনো এক প্রতিষ্ঠানের বারান্দায় তারা রাত যাপন করতো। সকাল হলেই বিভিন্ন গ্রামে ছুটে যেতো। কিন্তু এখন আমাদের এলাকার অনেকেই এ পেশায় নিয়োজিত হয়েছে।

Leave a comment