আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আনন্দধাম ক্যানেলপাড়ার আজগর আলী দাই’র বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার গোবিন্দপুর মণ্ডলপাড়ায় এক নাবালিকার বিয়ে পড়িয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম ক্যানেলপাড়ার মৃত ইয়ার আলীর ছেলে আজগর আলী দাই’র বিরুদ্ধে বাল্যবিয়ে পড়িয়ে বেড়ানোর অভিযোগ বেশ দীর্ঘদিনের। গতকাল তিনি গোবিন্দপুর মণ্ডলপাড়ার বাখের আলীর ১৩ বছরের মেয়ে শারমিন আকতারের বিয়ে পড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌর শহরে দিনব্যাপি রীতিমতো খানাপিনার আয়োজন করে নির্বিঘ্নে এ বাল্যবিয়ের আয়োজনে সচেতনমহল বিস্মিত।