স্টাফ রিপোর্টার: গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যমুনা সেতুর নিকট দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চুয়াডাঙ্গা হকপাড়ার ট্রাকচালক কাশেম আলী (৩২)। গতপরশু রাত ১০টার দিকে বিপরীতমুখি অপর একটি ট্রাকের সাথে ধাক্কা মেরে আহত হন তিনি।
কাশেম আলী চুয়াডাঙ্গা হকপাড়ার বদর উদ্দীন বুদোর ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেছেন, গতপরশু কুষ্টিয়া হালসা থেকে গরু ভর্তি করে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। যমুনা ব্রিজের নিকট বিপরীতমুখি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ডান পা ও ডান হাত গুঁড়িয়ে যায়। অপর ট্রাকের চালকও আহত হয়েছেন খবর পাওয়া যায়।