দামুড়হুদা সাবরেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী মিলনের দৌরাত্ম্য : আঙুল ফুলে কলাগাছ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সাবরেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী মনিরুজ্জামান মিলনের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন দলিল লেখকরা। নৈশপ্রহরী হয়ে তিনি রাতে পাহারা না দিয়ে দিনে সাব রেজিস্টারের পাশে থেকে অঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। অভিযোগ আছে তিনি সাবরেজিস্টারের নাম ভাঙিয়ে ঘুষ লেনদেন করেন। নৈশপ্রহরী মিলনের এ সব কর্মকাণ্ডে হতবাক ভুক্তভোগী মহল।

অভিযোগসূত্রে জানা গেছে, ৮ বছর আগে দামুড়হুদা সাব রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী পদে চুক্তি ভিত্তিক ৬০ টাকা করে দিন হাজিরার কাজ পান মনিরুজ্জামান মিলন। এরপর থেকে নৈশপ্রহরী হয়ে রাতে পাহারা না দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দিনে সাবরেজিস্টারের পাশে থেকে টাকা কামান তিনি। সাবরেজিস্টারের নামে ঘুষ আদায় করেন তিনি। ফলে অঙুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা রেজিস্টারকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী মহল।

Leave a comment