কোটচাঁদপুরে সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে সেফটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুস সাত্তারের সেফটিক ট্যাঙ্ক থেকে গত দু দিন যাবত দুগর্ন্ধ ছড়াচ্ছিলো। দুর্গন্ধের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় গৃহকর্তা ও প্রতিবেশীদের মনে সন্দেহ হয়। গতকাল মঙ্গলবার বিকেলে গৃহকর্তা আব্দুস সাত্তার বিষয়টি পুলিশকে জানায়। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবিরের উপস্থিতিতে ওই ট্যাঙ্ক থেকে আনুমানিক ৩০ বছর বয়স্ক এক যুবকের গলিত লাশ উদ্ধার করে। অন্য কোনো স্থানে ওই যুবককে হত্যা করে হত্যাকারীরা লাশটি ট্যাঙ্কে ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে।

Leave a comment