খবর:(খামের ভেতর ৫শ’ টাকা দিলেই পাওয়া যাবে ফুলমার্ক)
পয়সা দিলেই মার্ক পাওয়া যায়
খাওয়ার ভারি ছক,
মাল কামানোর ফাঁদ পেতেছেন
কয়জনা শিক্ষক!
নম্বর দেন হাতে নিয়ে
পাঁচশ’ টাকার খাম,
ও ছি ছি চুয়াডাঙ্গার
যায় হয়ে বদনাম।
কিসের লেখা কিসের পড়া
সব স্যারে চায় মাল,
তাই ইদানিং শিক্ষকেরা
হচ্ছে লালে লাল।
_আহাদ আলী মোল্লা