ঝিনাইদহ প্রতিনি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকা থেকে বাদশা মোল্যা নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত বাদশা মোল্যা শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের আজহার আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির লোভ দেখিয়ে বাদশা মোল্যা ঝিনাইদহের ১২ জনকে সমুদ্রপথে বিদেশে পাঠিয়েছে। এর মধ্যে সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের ২ জন বাড়ি ফিরেছে। এ ঘটনায় রোববার শৈলকুপা উপজেলার বেড়বাড়ী গ্রামের গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুপুরে শহরের চাকলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।