স্টাফ রিপোর্টার: যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী আরফিন রুমিকে জেলহাজতে নেয়া হয়েছে। আদালতের আদেশে তাকে গতকাল জেলহাজতে নেয় পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে রুমির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে রুমির ভাই ইয়াসিন রনিকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শুক্রবার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় গতকাল শনিবার ভোররাতে মোহাম্মদপুরের কাঁটাসূরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, গত শুক্রবার রাতেই স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা দায়ের করেন। গতকাল শনিবার ভোররাতে রুমি ও তার ভাই রনিকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, বিয়ের পর থেকে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে ২০ লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করে আসছিলেন রুমি। গত শুক্রবারও তাকে কাঁটাসুরের কাদিরাবাদ হাউজিঙের এক নম্বর রোডের এক নম্বর বাসায় বেধড়ক মারপিট করেন আরফিন রুমি। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আরেফিন রুমির বড় ভাই ইয়াসিন রনি ও তার মা নাসিমা বেগম রোজিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে তাকে গ্রেফতারের পর সকাল সোয়া ১০টায় তাকে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।