চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত : দু মাদক বিক্রেতার জেল : দু ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদক বিক্রির অভিযোগে দুজনের জেল ও লাইসেন্স না থাকায় দু ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ও জেসমিন নাহার পৃথকভাবে দুটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জেল-জরিমানার আদেশ দেন। জেলা শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন দোকানে বস্তা বিক্রির দায়ে হযরত আলীর ১০ হাজার ও সুমন রহমানের ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলার মুন্সিগঞ্জে মাদক বিক্রেতা নয়ন তারাকে ৪ মাস ও মাদকসেবী রাহাব আলীকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a comment