হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রাম থেকে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক ক্যাডার আসাদুল ইসলাম ওরফে আসাদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে হরিণাকুণ্ডুর গোপিনাথপুর গ্রামের জমির হোসেন মণ্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলার আঞ্চলিক ক্যাডার আদাসুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে পোলতাডাঙ্গা গ্রামে মিটিং করার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি অস্ত্র আইনে মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।