গাংনী প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর গাংনী উপজেলা মিলনায়তনে গতকাল সোমবার দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ। যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিরিন সুলতানা ও আকবর আলী। সঞ্চালনায় ছিলেন মাসুদ আল হাসান।