স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ ৮ ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছান ধোনিরা। ধোনি ছাড়া ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসা অন্যরা হলেন-সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, মোহিত শর্মা, আম্বাতি রাইডু, অক্ষয় প্যাটেল, ধাওয়াল কুলকার্নি এবং স্টুয়ার্ট বিনি।
অন্যদিকে একমাত্র টেস্ট খেললেও ওয়ানডে দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার আলাদা আলাদা ফ্লাইটে আজ দেশে ফিরে যাচ্ছেন। আগামী ১৮ জুন হোম অব ক্রিকেট মিরপুরে দিবারাত্রীর ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এরপর ২১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ জুন অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচটি। প্রত্যেকটি ওয়ানডে ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে। ভারতের ওয়ানডে স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, উমেষ যাদব, মোহিত শর্মা, এবং ভুবনেশ্বর কুমার।