স্টাফ রিপোর্টার: নিখোঁজ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনকে (৩৯) পেট্রোলবোমা ও ককটেলসহ আটক করেছে ৱ্যাব। এ সময় মোহাম্মদ আলী ভুইয়া ও সোহাগ গাজী নামে আরো দু জনকে আটক করা হয়। গতকাল সোমবার বেলা ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাদের আটক করে ৱ্যাব-৮ (ফরিদপুর)।
পুলিশ জানায়, বিকেলে ৱ্যাব-৮ এর একটি টিম কানাইপুরের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫টি পেট্রোলবোমা ও ২৫টি ককটেলসহ ছাত্রদলের সাবেক নেতা খোকনকে আটক করে ৱ্যাব সদস্যরা। পরে ঘটনাস্থান থেকে মোহাম্মদ আলী ভুইয়া ও সোহাগ নামে আরো দুজনকে আটক করা হয়। আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়। ৱ্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক খালেদউজ্জামান জানান, চলতি বছরের ৮ মার্চ খোকনের বিরুদ্ধে ঢাকার সুত্রাপুর ও পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এ মামলা দায়েরের পর থেকেই খোকন পলাতক ছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, গত মার্চ মাস থেকে নিখোঁজ রয়েছে খোকন।