স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল শনিবার দুপুরে বিনা প্রতিদ্বন্দিতায় মোট ২৬ জন পরিচালকের মধ্যে ২৪ জনের সমর্থনে পাপন বিসিবির প্রথম নির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত ২৬ পরিচালকের মধ্যে আফজালুর রহমান সিনহা ও শফিউল আলম চৌধুরি দেশের বাইরে থাকলেও তারা পাপনকে সমর্থন দিয়ে রেখেছিলেন আগে থেকেই। সভাপতি নির্বাচন হওয়ার আগে বিসিবির সদ্য নির্বাচিত পরিচালকদের প্রথম সভা জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক আ.জ.ম. নাসিরউদ্দিন এবং মাহবুব আনাম এডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবনায় পরিচালক মঞ্জুর কাদের সমর্থন দেয়ার পর একসাথে অন্য উপস্থিত সকল পরিচালকরা কণ্ঠভোটে ও হাত তুলে প্রস্তাব সমর্থন করলে একমাত্র প্রার্থী হিসেবে বিসিবির সভাপতি পদে পাপনের আর কোনো বাধা থাকে না। তাকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান তাৎক্ষণিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত ঘোষণা করেন।