সুজনের রিমান্ড মঞ্জুর : ওহিদুলকে নিয়ে ভাবছে সিআইডি

চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশমীর সোহেল রানা অপহরণ মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ দশমীর অপহৃত সোহেল রানার হদিস করতে সিআইডি জোর তৎপরতা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত সুজন কাজীর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অপরদিকে একই মামলার অপর আসামি বোয়ালিয়ার ওহিদুলের জামিন বাতিলের আবেদন জানানোর প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করেছে সিআইডি। ওহিদুল হরিণাকুণ্ডু পুলিশের হাতে ধরা পড়ে সোহেল অপহরণের কথা স্বীকার করলেও তাকে আরো জিজ্ঞাসাবাদ দরকার বলে মন্তব্য মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রবিউল ইসলামের।

গত বছরের ১০ জানুয়ারি সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলে বদরগঞ্জ থেকে বাড়ি দশমী ফেরার পথে অপহৃত হয় সোহেল রানা। সে ইটভাটা ব্যবসায়ী আব্দুল বারীর ছেলে। অপহরণের পর প্রথমে অনেকে বিয়ে এবং বিচ্ছেদকে দায়ী করলেও দিন দিন অপহরণের পর মুক্তিপণ আদায়ের বিষয়টি প্রকাশ পায়। ইটভাটার এক ম্যানেজারের আত্মগোপন ও টাঙ্গাইল থেকে গ্রেফতারের পর সোহেল অপহরণের রহস্য উন্মোচনের আশা জেগে উঠলেও তা থিতিয়ে যায় পরে। সম্পতি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের হাতে ধরা পড়ে চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালিয়ার আয়ুব আলীর ছেলে ওহিদুল। সে সোহেলকে অপহরণ করে টাকা আদায় ও আদায়কৃত টাকা পরে ফেরতের কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সিন্দুরিয়ার তমছেল কাজীর ছেলে সুমন কাজীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে কবে থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হবে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার অপর আসামি ওহিদুল জামিন পেলেও অন্য মামলায় জেলহাজতে রয়েছে। তার জামিন বাতিলের জন্য বিজ্ঞ আদালতে আবেদন জানানোর প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

Leave a comment