ছাত্রের রক্তমাখা শার্ট-প্যান্ট উদ্ধারের পর এক বাড়িতে হামলা : পুলিশ লাঞ্ছিত

চুয়াডাঙ্গা ইসলামপাড়ার ইব্রাহিমকে শেষ পর্যন্ত পাওয়া গেলেও তার আগে ঘটে গেছে তুলকালাম কাণ্ড : উত্তেজনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেনকে (১৫) শেষ পর্যন্ত পাওয়া গেলেও তার নিখোঁজ খবরে হামলাসহ অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। গতকাল একটি বাড়িতে হামলাসহ পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় একজনকে আটকের ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছে, ৪ দিন ধরে নিখোঁজ থাকার এক পর্যায়ে ইব্রাহিমের রক্তমাখা প্যান্ট ও জামা উদ্ধার হলে উত্তেজনা চরমে রূপ নেয়।

জানা গেছে, ইব্রাহিম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুস সালামের ছেলে। তার বড় বোন শাহিনা গতকাল রোববার অভিযোগ করে বলেন, একটি কিশোর প্রেমকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে নিখোঁজ ইব্রাহিমকে প্রতিবেশী কামাল হোসেন ও তার বাড়ির লোকজন পরিকল্পিতভাবে গুম করেছে। অপরদিকে গতকাল রোববার সকালে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীর ধারে ইব্রাহিমের রক্তমাখা প্যান্ট ও জামা পাওয়া গেলে উত্তেজনা চরমে রূপ নেয়। ক্ষুব্ধ স্বজনসহ কিছু যুবক সম্মিলিতভাবে একইপাড়ার কামাল হোসেনের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্বপন নামের একজন পুলিশের এক সদস্যকে লাঞ্ছিত করলে তাকে আটক করে থানায় নেয়া হয়।

সদর থানার ডিউটি অফিসার এসআই ফেরদৌস ওয়াহিদ জানান, ইব্রাহিম নিখোঁজের বিষয়ে মৌখিক খবরের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়। তবে রোববার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এদিকে গতকালই সন্ধ্যার পর ইব্রাহিমের নিকটজনেরা পুলিশকে জানায়, ইব্রাহিমকে পোড়াদহ স্টেশন থেকে পাওয়া গেছে। তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য কয়েকজন পোড়াদহের উদ্দেশে রওনা হয়েছে। রাতে ইব্রাহিমের পরিবারের সদস্যদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে এক নারী তার বোন বলে পরিচয় দিয়ে জানিয়েছেন, ইব্রাহিমকে পাওয়া গেছে। আমরা তাকে নিয়ে চুয়াডাঙ্গায় ফেরার চেষ্টা করছি।

Leave a comment