ডিঙ্গেদহ ট-বাজারের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা উপজেলা চেয়ারম্যান

 

জামায়াত-বিএনপি জোটের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ ট-বাজারের মাছপট্টি থেকে নবগঙ্গা পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। কৃষি ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক বিপ্লব ঘটেছে। এখন আর কৃষকদের সারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। কৃষকদের হাতের গোড়ায় পৌঁছে দেয়া হয়েছে সার, বীজসহ সকল কৃষি উপকরণ। দেশে খাদ্যের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণ চাল বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে ৫শ ৫০ মিটার ড্রেন নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী ফজলুল হক, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান, ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি বাবু জোয়ার্দ্দার. সেক্রেটারি বশির উদ্দিন, ঠিকাদার নাঈম হাসান জোয়ার্দ্দার, লোটাস আহাম্মেদ, হযরত আলী প্রমুখ।

Leave a comment