জামান সরকার: সাপ্তাহিক ছুটির দিন গত শনিবারে বাংলাদেশ মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে হেলসিংকির অদূরে লেকের পাড়ে লুক্কি রিক্রিয়েশান সেন্টারে হয়ে গেলো প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও বার্ষিক বনভোজন। প্রবাসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিতে এই বনভোজনে উপস্থিত হয়েছিলো দলমত নির্বিশেষে বহু প্রবাসী বাংলাদেশি। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডের এই লুক্কির লেকের ধারে প্রাকৃতির মনোরম দৃশ্যে গ্রিন খাবার পরিবেশনের মধ্য দিয়ে পিকনিকের সূচনা হয়। আভিজাত্যে ও চমকে ভরা এই আয়োজনে সারাক্ষণ ঘোরাঘুরি, হইচই ও নানা আনন্দ-উল্লাস করেছেন সপরিবারে ফিনল্যান্ড প্রবাসীরা। হাসিমুখে চলে আসা প্রবাসী বাংলাদেশিদের নানা রঙের পোশাকের সাজে প্রবাসীদের সমাগমে পূর্ণ হয়ে গিয়েছিলো লুক্কি রিক্রিয়েশান সেন্টারের এই আঙ্গনটি। এ আয়োজনে আরও ছিলো মহিলাদের পিঠা মেলা, মেয়েদের রশি টানাটানি, ছেলেদের দৌড় ও ফুটবল খেলা এবং ছোট ছেলে-মেয়েদের চিত্রাঙ্কন।