দামুড়হুদায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

দামুড়হুদা প্রতিনিধি: সীমান্তে নারী ও শিশু পাচার রোধসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে দামুড়হুদায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুলতানপুর সীমান্তের ৭৮নং মেন পিলারের নিকটে ঝাঁঝাঁডাঙ্গা নদীর পাড়ে বিজিবি ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার আরাফাত উল্লাহ এবং বিএসএফের পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই রমেশ প্রসাদ নেতৃত্ব দেন।

Leave a comment