মাথাভাঙ্গা মনিটর: ধূমকেতুতে নেমে ইতিহাস সৃস্টি করা ইউরোপীয় অবতরণ যান ফিলা আবারো সক্রিয় হয়ে উঠেছে এবং পৃথিবীর সাথে যোগাযোগ করতে শুরু করেছে। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) একথা জানিয়েছে। গত নভেম্বরে মহাকাশযান রোজেটা থেকে আলাদা হয়ে এর অবতরণযান ফিলা ৬৭পি/চুরিয়মোভ-গেরাসিমেনকোয় নামে। পরবর্তীতে ৬০ ঘন্টা কাজের পর ফিলার সৌরচালিত ব্যাটারি ফুরিয়ে এলে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।
এরপর থেকে ধূমকেতুটি ক্রমেই সূর্যের আরো কাছাকাছি চলে আসায় আবার শক্তি ফিরে পেয়ে জেগে উঠেছে ফিলা। বলেছেন বিবিসি’র বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস। ইতিহাসে প্রথমবারের মত ৪শ’ কোটি মাইল পথ পাড়ি দিয়ে ধূমকেতুতে নামে ফিলা| সৌরজগত সৃষ্টির সময়ের নানা তথ্যসহ আরো অনেক রহস্য উদঘাটনের আশা নিয়েই চুরিয়মোভে এ অভিযান চালাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশযান রোজেটা ধূমকেতুর কাছে পৌঁছতে সময় লেগেছিলো ১০ বছর। এরপর এটি থেকে আলাদা হয়ে ফিলা ধূমকেতুতে নামার সময় প্রায় ১ কিলোমিটার লাফিয়ে উঠে নির্ধারিত জায়গা থেকে কিছুটা দূরে গিয়ে থিতু হয়।