সাবেক রাষ্ট্রপতি ও জার্তীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে পল্লি বন্ধু সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা জাতীয় পার্টির বড় বাজারস্থ কার্যালয়ে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার আমিরুল ইসলাম পালুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সেলিম, সদস্য আবুল কাশেম, মো. আওয়াল শেখ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, শহর জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার আব্দুল গণি, যুব বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিজউদ্দিন, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাবলু হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল হাদী, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হালিম, জাতীয় সৈনিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন নাজিমউদ্দিন, তথ্য সম্পাদক আনসারুল হক, গাংনীর মটমুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শহর জাতীয় পার্টির সভাপতি ও ভৈরবপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল গনি।

Leave a comment