ঝিনাইদহ অফিস: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির প্রতিবাদে ঝিনাইদহের ৬ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
গতকাল শনিবার সকালে শৈলকুপা উপজেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করে। পরে কবিরপুর মোড়ে এক সমাবেশে সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও দলীয় নেতাকর্মীদের ওপর হয়রানি বন্ধের দাবি জানান।
এদিকে সকাল ১১টার দিকে জেলা শহরের ওয়াজির আলী স্কুলমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা সড়কে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
অন্যদিকে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ মজিদের নেতৃত্বে উপজেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার সকালে জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুরে বিএনপির দু গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির দলীয়সূত্রে প্রকাশ, জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক মশিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে মমিন গ্রুপ মহেশপুর বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান আলী কদর বিশ্বাস, মফিজুর রহমান, আবু নোমান, মনির মেম্বার, খোকন মেম্বার, শফিকুল আলম, কামাল, নুরুল ইসলাম, ছাত্র নেতা বাবু, তন্ময়, রতন, শামীম, আলমগীর, মালেক, যুবনেতা রিপন উপস্থিত ছিলেন। মনির খান গ্রুপের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ আজিজুল হক খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সেলিম নুর খান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রওফ, স্বারুপপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান, নাটিমা ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ দুলাল, উপজেলা যুবদলের সভাপতি আমিনুর ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল হামিদ, মান্দার বাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাফরিন পাশা, উপজেলা ছাত্রদলের নেতা ফয়সাল আহম্মেদ, মতিউর মুন্না জনি, মকলেচুর রহমান রনি, সুজন, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন, মাসুম বিল্লা শান্ত, জাহাঙ্গীর, আহম্মদ, জনি প্রমুখ।