জীবননগরের আন্দুলবাড়িয়ায় ছয় দিনে দু প্রসূতি মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় গত ৬ দিনে দুজন প্রসূতি মা ও ছেলের মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার আন্দুলবাড়িয়া গ্রামের ডাবলু মোল্লার মেয়ে বৃষ্টি খাতুন ও গতকাল রোববার সকাল ৭টার দিকে শেখ রফিকুল ইসলাম হীরার স্ত্রী জুলি খাতুন ও তার সদ্য ভূমিষ্ঠ শিশুটির করুণ মৃত্যু হয়। প্রসূতি মা বৃষ্টি খাতুনের মৃত্যু হলেও ভূমিষ্ঠ ছেলে সুস্থ রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও নার্সের দায়িত্বে অবহেলা না আনাড়ি দাইমার টানা-হেঁচড়ার কারণে দু প্রসুতি মা ও ছেলের একই সাথে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়ার ডাবলু মোল্লার মেয়ে বৃষ্টি খাতুনের (২২) গত মঙ্গলবার প্রসব বেদনা উঠলে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্তান প্রসব করার পর একলেমশিয়া দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন। দুপুরে যশোর নেয়ার পথে বারোবাজার নামক স্থানে পৌঁছুলে তার মৃত্যু হয়। অপরদিকে আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ার শেখ রফিকুল ইসলাম হীরার স্ত্রী জুলি খাতুন (২৪)। গতকাল রোববার ভোর ৫টার দিকে বাড়িতে তার প্রসব বেদনা ওঠে। পরিবারের সদস্যরা দাবি করছেন, প্রথম সন্তান সম্ভাব্য গৃহবধূ জুলি খাতুনকে স্বাভাবিকভাবে সন্তান প্রসবে ব্যর্থ হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে ছেলেসন্তান প্রসব করার পর মা ও ছেলের একই সাথে মর্মান্তিক মৃত্যু ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে প্রসূতি মা ও সদ্য ভূমিষ্ঠ ছেলের মৃত দেহ বাড়িতে নেয়া হলে স্বজনদের বুকফাটা কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বিকাল ৪টার দিকে আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে রওজার গোরস্তানে মা ও ছেলেকে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।

Leave a comment