স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশপার্ক চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশপার্কে মনোরম পরিবেশে অবস্থিত এ চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। সাথে ছিলেন রেস্টুরেন্টের পরিচালক শওকত হাসান। উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, এ রেস্টুরেন্ট চুয়াডাঙ্গাবাসীর যেকোনো সামাজিক- সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর, মনোরম ও নিরাপদে উদযাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। এছাড়া সাংসারিক ও কর্মব্যস্ত জীবনে একটু বিনোদন ও ব্যতিক্রমী খাবারের ব্যবস্থা যেকোনো একঘেয়েমির পরিবর্তন ঘটায়। আর তার নিশ্চয়তা চুয়াডাঙ্গা পুলিশপার্ক চাইনিজ রেস্টুরেন্ট প্রদান করবে বলে আমি আশাবাদী।
পুলিশপার্ক চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক শওকত হাসান জানান, ব্যতিক্রমী খাবার, ব্যতিক্রমী স্বাদসহ সুন্দর পরিবেশে যেকোনো সভা, সেমিনার, বিয়ে, জন্মদিন ও আচার অনুষ্ঠানে এখানে স্বাচ্ছন্দের সাথে ১৫০ জন মানুষ খাওয়া-দাওয়া করতে পারবে। এছাড়া সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক ব্যবস্থা আছে। তাই নিরাপদ পরিবেশ, উন্নত খাবার, মনোমুগ্ধকর আতিথেয়তা আমাদের মূল লক্ষ্য।