ঝিনাইদহের মহামায়া গ্রামের কোরবান আলী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কোরবান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ হাফ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামের আজিবার রহমানের ছেলে কোরবান আলী (৩৫) বহু অপকর্মের হোতা। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ঝিনাইদহ সদর থানায় ৬টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাজারগোপালপুর ফাঁড়ির এসআই সালাউদ্দীন তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ওইদিনই কোরবান আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment