মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মো. সোহেল আহম্মেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মেহেরপুর জেলা বাস্তহারা লীগের সভাপতি মো. ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম রকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোহেল আহম্মেদ বাস্তুহারা লীগের সাংগাঠনিক কার্যক্রম বিরোধী। তিনি বাস্তুহারা লীগের নাম ভাঙিয়ে ও সাধারণ মানুষকে প্রতারণায় ফাঁদে ফেলে বিভিন্ন ব্যক্তির মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। ওই সব অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেরপুর জেলা বাস্তুহারা লীগ সোহেল আহম্মেদকে বহিষ্কার করা হয়।