দামুড়হুদায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম মাঠে বালক ও বালিকাদের মধ্যে মোট ৪ টি খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের খেলায় চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৬-৫ গোলে বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
অপর দিকে বালকদের খেলায় কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। আজ রোববার বিকেল ৪ টায় একই মাঠে চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের এবং কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় রেফারী ছিলেন সৈয়দ মাসুদুর রহমান, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। ধারাভাষ্য দেন শিক্ষক জান মোহাম্মদ জান্টু ও মনিরুল ইসলাম। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, ডা. মাসুম আলী খাঁন, ইউপি সদস্য আব্দার আলী, শিক্ষক কুতুব উদ্দিন, হাবিবুর রহমান, নারায়ন চন্দ্র পাল, মফিজুর রহমান, প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Leave a comment