মাথাভাঙ্গা মনিটর: ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রী বহনকারী একটি গাড়ি নদীতে পড়ে গেলে অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গোদাবরি নদীতে গাড়িটি পড়ে ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পূর্ব গোদাবরি জেলার তুফান গাড়িটি ধলেশ্বরাম সেতু পার হওয়ার সময় নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে নয় নারী ও ছয় শিশুও রয়েছে। উদ্ধারকারীরা ১৩ বছর বয়সী এক শিশুকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। নিহতদের সবাই বিশাখাপট্টম জেলার আচুতাপুরম গ্রামের অধিবাসী। তারা সবাই পূণ্যার্থী। তিরুপতি সফর শেষে তারা নিজেদের গ্রামে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।