ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে কোরবানি ঈদকে সামনে রেখে হতদরিদ্র দুস্থ ও বিধবাদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের দু হাজার ৮শ ৭০ জনের মাঝে ২৮ দশমিক ৭০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়াম্যান ইদ্রিস আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জুড়ানপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ছানোয়ার হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান রেজাউল হক, রুহুল আমীন, ইউপি সদস্য আনারুল ইসলাম, সাইদুর রহমান, খোকন আলী, হামিদুল ইসলাম, ইউনুছ আলী, মশিউর রহমান, ফজলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার, নিগার বানু, রেকছোনা খাতুন প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে এ চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জীবননগর পৌর ক্যাম্পাসে পৌর মেয়র নোয়াব আলী সকালে আনুষ্ঠানিকভাবে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন দরিদ্রের মাঝে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পৌর সচিব জাহের আলী, কাউন্সিলর মশিউর রহমান, শেখ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফি, শামসুজ্জামান হান্নু, আফতাব উদ্দিন ও পৌর হিসাবরক্ষক আ.ন.ম মোস্তফা কামাল প্রমুখ। এছাড়াও উপজেলার উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দীন ৩ হাজার ৯শ জন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ২ হাজার ১শ জন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন ১ হাজার ১৬১ জন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ১ হাজার ৫৩০ জন, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান ১ হাজার ৫২০ জন ও সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ২ হাজার ৩শ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপজেলায় এবার ১৫ হাজার ৫৯২ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি হারে ১৫৫ দশমিক ৯২ টন চাল বিতরণ করা হচ্ছে।