কাজ নেই হাতে, তাই সারাদিন বাড়িতেই বসে আছে স্বামী। অন্যদিকে কাজের চাপে নাজেহাল করিনা। এ হেন অবস্থায় দম্পতির মধ্যে বনিবনা না হওয়া, সাংসারিক অশান্তি, ঝগড়া খুবই স্বাভাবিক। আর এই রকমটাই হচ্ছে করিনার সুখের সংসারে। আরে কি হল হকচকিয়ে গিয়েছেন নাকি? না না পটৌডি ছোট নবাবের সঙ্গে সুখেই ঘরকন্যা করছেন নায়িকা। কথা হচ্ছে পরিচালক বাল্কির আগামী ছবি প্লটের। যেখানে রিল দুনিয়ায় প্রথমবার অভিনয় করতে চলেছেন করিনা ও অর্জুন কাপুর।
ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে, শুটিঙের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। করিনা কাপুর ও অর্জুন কাপুরকে জুটি করে তাঁর এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী বাল্কি সাহেব। করিনার চরিত্র একটি আদ্যোপান্ত ‘কেরিয়ারিস্টিক’ মহিলার যার স্বামী কোনও কাজ না করে বাড়িতেই থাকে। সংসারে তাঁদের অশান্তি লেগেই আছে। আর এই কেমিস্ট্রি স্বাভাবিকত্ব যাতে স্ক্রিনেও যাতে সমান ভাবে ফুটে ওঠে তার জন্য প্রায় এক সপ্তাহের ট্রেনিং চলেছে করিনা-অর্জুনের। মুম্বইয়ের খার অঞ্চলে তাঁর অফিসে পরিচালক নিজে তাঁদের রিহার্সাল করিয়েছেন, বলে সূত্রের খবর। ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বাল্কি সাহেবের ফেভারিট অ্যাক্টর অমিতাভ বচ্চনকে। যেমন দেখা গিয়েছিল ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতেও।