জুলাইয়ের মধ্যেই জেলা মহিলা লীগের সম্মেলন সম্পন্ন করার তাগিদ
স্টাফ রিপোর্টার: জুলাইয়ের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে চুয়াডাঙ্গা আওয়ামী মহিলা লীগের জেলা সম্মেলন সম্পন্ন করার তাগিদ দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোছা. মাহমুদা বেগম। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী মহিলা লীগের কর্মী সভায় তিনি এ তাগিদ দিয়ে সংগঠনকে বেগবান করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে উন্নয়ন করছে তা সাধারণ জনগণকে অবহিত করার আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগের সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম সংগঠনকে বেগবান করার বিষয়ে বিষদ আলোচনা করে বলেন, প্রথমে থানা কমিটি গঠন করতে হবে। থানা সম্মেলন সম্পন্ন করেই জেলা সম্মেলন সম্পন্ন করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস ছেয়ারম্যান আজিজুল হক হযরত, জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা চেয়ারম্যান নূরুন্নাহার কাকলী, চুয়াডাঙ্গা সদর থানা মহিলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন রাকিয়া, উপস্থিত ছিলেন ছন্দা, সাথী, সম্পা প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা জামান পলি অনুষ্ঠান উপস্থাপন করেন।
উল্লেখ্য, মেহেরপুর মহিলা লীগের আয়োজনে আজ শনিবার বিকেলে কর্মীসভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকবেন। সে লক্ষ্যে গতকালই তিনি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের উদ্দেশে রওনা হন।