প্রতিষ্ঠার ৩১ বছরেও সরকারি হয়নি জীবননগর ডিগ্রি কলেজ

এমআর বাবু: প্রতিষ্ঠার ৩১ বছরেও সরকারি হয়নি চুয়াডাঙ্গা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জীবননগর ডিগ্রি কলেজ। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এ কলেজটি। নানা সময়ে জনপ্রতিনিধিরা কলেজটি সরকারিকরণের প্রতিশ্রুতি দিলেও আজ অব্দি আলোর মুখ দেখেনি। ফলে এ উপজেলার মেধাবী গরিব শিক্ষার্থীরা সরকারি কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দাবি উঠেছে উপজেলার প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ কলেজটি জাতীয়করণের।

কলেজসূত্রে জানা যায়, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শাখায় ব্যবসায়িক শিক্ষা, বিজ্ঞান, মানবিক, ডিগ্রি পর্যায়ে বিবিএ, বিএ, বিএসএস ও অনার্স বিভাগে ৪৮ জন শিক্ষক রয়েছেন। বিএম শাখায় রয়েছেন ৫ জন শিক্ষক, ১ জন প্রদর্শক ও ১ জন ল্যাবরেটরি অ্যাসিসটেন্ট। এছাড়াও এ কলেজে বিভিন্ন পদে ১৩ জন কর্মচারী রয়েছেন। বর্তমানে কলেজটিতে প্রায় দু হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। বর্তমানে কলেজে একটি প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, কলা ও বাণিজ্য ভবনসহ ৩টি ভবন বিদ্যমান রয়েছে।

কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন জানান, ২০০৯ সালে স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বভার গ্রহণের পর কলেজের অবকাঠামো ও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফল স্বরূপ সম্প্রতি চলতি বছর বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স চালু করা হয়েছে। বিগত ৩ বছরে এইচএসসি, ডিগ্রি (পাস) ও ব্যবসায়ে প্রশাসন পরীক্ষায় এ কলেজের ফলাফল অত্যন্ত ভালো। জেলার মধ্যে অন্যতম স্থানে রয়েছে এ কলেজটি। তিনি জানান, উচ্চ শিক্ষায় উপজেলার প্রথম কলেজ হিসেবে এ কলেজকে সরকারিকরণ করা হলে এলাকায় শিক্ষার প্রসার লাভ করবে।

Leave a comment