স্টাফ রিপোর্টার: তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। টেস্টের তৃতীয় দিনের সকালে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নামা ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। গতকাল শুক্রবার বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ থাকে। তৃতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। গতকাল শুক্রবার খেলা হয়েছে মাত্র ৪৭ ওভার। প্রথম ও দ্বিতীয় দিন বোলাররা ব্যর্থ হলেও গতকাল সাকিব-জুবায়েরের ঘূর্ণিতে ভারতীয় মিডল অর্ডারে ধস নামে। বৃষ্টির লুকোচুরির মধ্যেও বাংলাদেশকে নিয়মিত বিরতিতে সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। দিনের শুরুতেই হেনেছিলেন জোড়া আঘাত। টানা দু ওভারে সাজঘরে ফিরিয়েছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে। দিনের দ্বাদশ ওভারে ধাওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সাকিব।
ফতুল্লায় প্রথম তিন দিনে মাত্র ৬ উইকেটের পতন ঘটেছে। এর মধ্যে সাকিব একাই শিকার করেছেন ৪টি উইকেট। জুবায়ের নিয়েছেন দুটি উইকেট। ভারতের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ৪৬২ রান।
শুক্রবার তৃতীয় দিনে খেলার শুরুতেই ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেখর ধাওয়ানকে ফিরতি ক্যাচ বানিয়ে তার উইকেটটি শিকার করেন তিনি। সাকিবের বলে আউট হওয়ার আগে ১৭৩ রান সংগ্রহ করেন ধাওয়ান। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে বোল্ড আউট করে সাজঘরে পাঠান সাকিব। মাত্র ৬ রান করে সাকিবের শিকারে পরিণত হন শর্মা। আর ভারতীয় দলের তৃতীয় উইকেটটি তুলে নেন জুবায়ের। অধিনায়ক বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি। ৪র্থ উইকেটের পতন হয় সাকিবের বলে। ১৫০ রান করা মুরালি বিজয়কে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।
এর আগে ধাওয়ান এবং মুরালি ২৮৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। পরে রাহানে ৯৮ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ক্রিজে রয়েছেন হরভজন সিং ও অশ্বিন। এর আগে প্রথম দিনে বৃষ্টির বাধায় খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার। তারপরও প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিলো ভারত। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশ-ভারত দু দলকেই দর্শক বানিয়ে রাজত্ব করেছে বৃষ্টি। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।