চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় জামে মসজিদের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ফিতে কেটে মসজিদের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার। এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম খোকন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা কমিটির সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, মসিজদের সাধারণ সম্পাদক মীর রাফাতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, শওকত আলী, আব্দুস সালাম, আলম, ওসমান গণি, মিরাজুল ইসলাম, ইউনুচ আলী প্রমুখ। মসজিদটি আতাউর রহমান মালিকের অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

Leave a comment