জমি নিয়ে বিরোধ : জীবননগর কাশিপুরের দুটি পরিবার বাড়িছাড়া

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের কাশিপুর গ্রামে শরিকানা জমিজমাকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে অসহায় দুটি পরিবার ভিটেছাড়া হয়েছে। কাশিপুর গ্রামের সাধারণ মানুষ এ তথ্য দিয়ে তারা বলেছেন, হুমকিধামকির এক পর্যায়ে বাড়িঘর ছেড়ে অসহায় পরিবারের সদস্যরা গরুবাছুর, আসবাবপত্র নিয়ে আন্দুলবাড়িয়া ও চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামে শ্বশুড়বাড়িতে আশ্রয় নিয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, অবৈধ দখলদারদের হামলা ও অব্যাহত হুমকির মুখে ভিটেছাড়া পরিবার দুটি গ্রামে ফিরতে জীবনের চরম নিরাপত্তার অভাববোধ করছে। তাদের উঠতি ফসলাদি বিনষ্ট হচ্ছে। এ ঘটনায় গত মঙ্গলবার নির্যাতিত রাশিদা খাতুন বাদী হয়ে ৪ জন নির্যাতনকারী ও হুকুমদাতার বিরুদ্ধে জীবননগর আমলি আদালতে নালিশি অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে জীবননগর থানার ওসিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন। আদালতে দাখিলী অভিযোগ সূত্রে জানা গেছে, উথলী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে রাজু আহম্মদ, মৃত তাহাজ মালিতার ছেলে জাহিদুল ইসলাম ও তার ছেলে আমির হামজা শরিকানা বাড়ির জমিজমা জবরদখল করে আসছে। বাদীর স্বামী নজরুল ইসলাম অংশ মোতাবেক জমি মাপজোপ করার দাবি করায় দিদার মণ্ডলের ছেলে মোহাম্মদ মণ্ডলের নির্দেশে তারা অতর্কিত হামলা ও লুটপাট চালায়। হামলায় বাদীর শ্লীলতাহানিসহ তার স্বামী নজরুল ইসলাম ও তার সহোদর ওহেদুল ইসলামকে মারধর করে আহত করে। বিবাদীগণ ঘরে রক্ষিত নগদ টাকা ও সোনার গয়নাগাটিসহ ৮৭ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে। এ ব্যাপরে জীবননগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে হামলাকারীরা থানা চত্বরের বাইরে ফের হামলা চালায়। বাড়িতে ফিরে হামলাকারীদের অব্যাহত জীবননাশের হুমকি, মামলা করলে হামলা ও খুন-গুম করার আস্ফালন করে। ফলে আতঙ্কিত হয়ে অসহায় দুটি পরিবার বাড়িঘর সহায়সম্পদ ফেলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দুলবাড়িয়া ও গবরগাড়া গ্রামে শ্বশুরালয়ে আশ্রায় নিয়েছে বলে আদালতে দাখিলী অভিযোগে নালিশ করা হয়েছে।

Leave a comment