স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বড়সলুয়া গ্রামের ফারুক হোসেনকে মারপিট করা হয়েছে। গতকাল গ্রামে আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের রাস্তা স্থাপনকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার ভাই তাকে মারধর করে বলে অভিযোগ করে মৃত শামসুল আলমের ছেলে ফারুক হোসেন বলেছেন, আমি ছোটসলুয়া মডেল কলেজের প্রতিষ্ঠতা। গ্রামের আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠও প্রতিষ্ঠা করেছি। এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসা-যাওয়ার রাস্তা খাসজমির ওপর দিয়েই করা হচ্ছে। অথচ আনোয়ার হোসেনরা ওই জমি নিজেদের বলে দাবি তুলে রাস্তা করতে দিচ্ছে না। শুক্রবার চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত হয়ে মাপজোপ শুরু করেন। তখনই ওরা আমাকে মারধর করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে চিকিৎসার জন্য ভর্তি হয়েছি। হাসপাতালে বসেই ফারুক হোসেন এ বর্ণনা দেন। তবে অপরপক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি।