আলমডাঙ্গা তিয়রবিলার আমিরুল অপহরণ মামলা : বেগোয়ারখালীর শামসুলসহ অন্যদের খুঁজছে পুলিশ-জনতা
স্টাফ রিপোর্টার: অপহরকচক্রের সদস্য চরপাড়ার তহিবুল ওরফে তৌহিদুলকে বেগোয়ারপাড়ার জনগণ ধরে পিটুনি শেষে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে ধরে গণপিটুনি দেয়া হয়। গোয়েন্দা পুলিশ জনগণের মাঝ থেকে গ্রেফতার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
তিয়রবিলার অপহৃত আমিরুলকে গতপরশু আলমডাঙ্গার মধুপুর থেকে উদ্ধারের সময় হাতেনাতে ধরা পড়া ইনতাজ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চরপাড়ার তৌহিদুল ওরফে তহিবুলের নাম বলে। সে জামজামি ইউনিয়নের চরপাড়ার শাজাহানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান শুরু হলেও পুলিশ ধরতে পারেনি। বেগোয়ারখালীর জনগণই তাকে পার্শ্ববর্তী জহুরুলনগর থেকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় স্থানীয়রা বলেছে, অপহরকচক্রের এলাকায় ঠাঁই নেই। অপহরকচক্রের অপর সদস্য বেগোয়ারখালীর আইনালের ছেলে শামসুলকেও এলাকাবাসী খুঁজছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা তিয়রবিলার মৃত আহাদ আলীর ছেলে আমিরুল গত বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অপহরকচক্রের কবলে পড়েন। অপহরকচক্র তাকে কুতুবপুরের অদূরবর্তী স্থান থেকে অপহরণ করে হাঁটিয়ে নিয়ে যায় মধুপুরের মহাদ্দেস মীরের বাড়ি। এ বাড়িতে মহাদ্দেস ছাড়া আর কেউ থাকে না। তিনি বৃদ্ধ। সেখানে বন্দী করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়। এরই মাঝে বৃহস্পতিবার সকালেই গোপন সংবাদদাতার মাধ্যমে খবর পেয়ে অভিযান শুরু করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকসদল। অপহৃতকে উদ্ধারের পাশাপাশি আলমডাঙ্গা খেজুরতলার আবু বক্করের ছেলে ইনতাজকে আটক করে। তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদে সে তার বেশ কয়েকজন সহযোগীর কথা স্বীকার করে। এর মধ্যে বেগোয়ারখালীর আইনালের ছেলে শামসুল ও চরপাড়ার শাজাহানের ছেলে তৌহিদুল ওরফে তহিবুল অন্যতম। গতকাল এদের নামধাম দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয়। বেগোয়ারখালী গ্রামে তহিবুলকে দেখামাত্রই জনগণ ধাওয়া করে। দৌড়ে সে জহুরুলনগরের দিকে পালায়। সেখান থেকেই তাকে ধরে পিটুনি শুরু হয়। পরে খবর দেয়া হয় পুলিশে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে জনগণের মাঝ থেকে তহিবুলকে গ্রেফতার করেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।