দামুড়হুদায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও আমাদের করBDয় বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে উপজেলার বিভিন্ন গ্রামে সপ্তাহব্যাপি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও সংস্থা আশা দামুড়হুদা-১ ব্রাঞ্চের উদ্যোগে সংস্থার সদস্যদের মধ্যে রোগ-বালাই প্রতিরোধে তথ্য প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিৎলা গ্রামে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও আমাদের করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুর রহমান, দামুড়হুদা শাখা ব্যবস্থাপক অনুকূল অধিকারী ও সহকারী শাখা ব্যবস্থাপক মনির উদ্দিন সদস্যদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, সপ্তাহব্যাপি এ কর্মসূচি গত ৬ জুন শুরু হয় এবং উপজেলার বিভিন্ন গ্রামের ৯০ প্রাথমিক গ্রুপের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় দু হাজার সদস্যের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

Leave a comment