আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে প্রস্তুতিসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাবেক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠাণ্ডু, আ. হালিম, খবির উদ্দিন, আনিস, নাহিদ, রাহাব উদ্দিন,দিদার আলী, আ. রাজ্জাক, বিল্লাল গনি, আলী আশরাফ মুন্নু, মকবুল হোসেন, মতিয়ার রহমান, আঃ হামিদ, আঃ কুদ্দুস, রানা, ওয়াজেদ আলী,বাবুল আক্তার, বদরুদ্দোজা জোয়ার্দ্দার, রেজেক আলী প্রমুখ।