মুজিবনগরে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ৱ্যালি আলোচনাসভা

 

মুজিবনগর প্রতিনিধি: শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর প্রজেক্ট অফিসের আয়োজনে ৱ্যালি শেষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের নেতৃত্বে ৱ্যালিটি গুড নেইবারস চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গুড নেইবারস অফিস চত্বরে আলোচনাসভায় প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম। বক্তব্য রাখেন গুড নেইবারস শিশু পরিষদের সহসভাপতি কামরুন নাহার, শিশু শাবনুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুড নেইবারসের শিক্ষা অফিসার ঝর্ণা খাতুন।

Leave a comment