আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ‘সাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের আগামী’ এ স্লোগানকে সামনে রেখে দুই বাংলার লেখক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে অনুষ্ঠিত ওই লেখক সম্মেলনে উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, হারদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, ভারতের আল্পনা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রাজিব কুমার ঘাটি, ভারতের নজরুল গবেষক কবি গৌতম কারক, ভারতের কবি অমরেন্দ্র নাথ বাগ। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, আবুল কাসেম মাস্টার, কুরবান, আ. কাদের, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী, কলমিলতা সাহিত্য পত্রিকার সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ।