লিবিয়ায় দু গ্রুপ জিহাদির সংঘর্ষে নিহত ২১

 

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এবং স্থানীয় প্রতিদ্বন্দ্বী ইসলামিক গ্রুপ মজলিস-ই-শুরার মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আইএসপ্রধান আবু বকর আল বাগদাদীর আনুগত্য স্বীকার না করায় মজলিস-ই-শুরার এক নেতাকে হত্যা করে আইএস যোদ্ধারা। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দের্না এলাকার ওই সংঘর্ষে আইএসের ১৮ জঙ্গি ও দুই নেতা এবং মজলিস-ই-শুরার এক নেতা নিহত হন।

পরে ঘটনাস্থলে সরকারি সেনা পাঠানো হয় বলে জানান বেনগাজি বিমান ঘাঁটির মুখপাত্র নাসের আল হাসি। প্রসঙ্গত, লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে ব্যাপক নিরাপত্তা সঙ্কট চলছে। এ সুযোগে তেলের নিয়ন্ত্রণ নিয়ে এলাকাকেন্দ্রিক বিভিন্ন দল বা উপদলের উত্থান ঘটেছে। আর ইরাক ও সিরিয়ায় উদ্ভব হওয়া আইএস পার্শ্ববর্তী লিবিয়ার এ সুযোগ কাজে লাগিয়ে সেখানে তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

Leave a comment