যৌনতার বিনিময়ে পণ্য দেয় জাতিসংঘের শান্তিরক্ষীরা

 

মাথাভাঙ্গা মনিটর: সহায়তা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হলেও শান্তিরক্ষীদের অনেকে যৌনতার বিনিময়ে পণ্য দেয় বলে জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিস (ওআইওএস) প্রতিবেদনটির তৈরি করেছে।

এতে বলা হয়েছে, হাইতি ও লাইবেরিয়ার কয়েকশ নারী ক্ষুধা ও দারিদ্র্যতার তাড়নায় যৌনতা বিক্রি করতে প্ররোচিত হয়েছেন। এসব নারীদের নগদ অর্থ, অলঙ্কার, মোবাইলফোন এবং অন্যান্য পণ্য দেয়া হয়েছে। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৪৮০টি যৌন অসদাচরণ ও হেনস্থার অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এক-তৃতীয়াংশ অভিযোগের সাথে শিশুরা জড়িয়ে আছে। ২০১৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরনের ৫১টি অভিযোগ এসেছে। এর আগের বছরও এরকম ৬৬টি অভিযোগ পাওয়া গিয়েছিলো। বর্তমানে সারাবিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের এক লাখ ২৫ হাজার শান্তিরক্ষী মোতায়েন আছেন।

Leave a comment