জীবননগর ব্যুরো: জীবননগর শহরের মহানগর উত্তরপাড়ায় আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হামলা করে গৃহবধূর গলা থেকে সোনার গয়না ও ঘরে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে টাকা লুট করেছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা। এ সময় স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহত মনোয়ারাকে (৫৫) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার প্রতিপক্ষ গ্রুপ এ হামলা করে বলে থানাতে অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।
জীবননগর শহরের মহানগর উত্তরপাড়ার আব্দুল হামিদের থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তার বসত ভিটার জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের পূর্বেই বাদি পক্ষ একই পাড়ার সাইদালীর ছেলে আজিম ও আলমগীরসহ তার চাচারা সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হামলাকারীরা আব্দুল হামিদ ও তার স্ত্রী মনোয়ারা খাতুনকে পিটিয়ে আহত করে। ঠেকাতে এলে হামলাকারীরা তার পুত্রবধূ হিরা খাতুনের গলা হতে সোনার গয়না ছিনিয়ে নেই এবং ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৫৪ হাজার টাকা লুটে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এ ঘটনায় ৫ জনকে আসামি করে জীবননগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।