মেহেরপুর অফিস: রমজান মাসের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার শুভ্রা দাস, খাদ্য পরিদর্শক মোফাক্ষারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসার উজ্জামান, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, মেহেরপুর রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন, ছোট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।