স্টাফ রিপোর্টার: ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে ৬ বছরের শিশু জহুরা খাতুনের একটি পা গুড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ি বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে জহরুল ইসলামের মেয়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহুরা খাতুনের শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিকেল আনুমানিক ৫টার দিকে সমবয়সীদের সাথে খেলছিলো সে। এ সময় ঘরের মাটির দেয়াল ধসে পড়ে তার গায়ের ওপর। মাটির নিচে চাপা পড়ে পা। খবর পেয়ে তার নিকটজনেরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।