স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার মহাসপ্তমীবিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো পূজা। আর মাত্র দুটি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ঠাকুর থাকবে কতোক্ষণ- এ সুর এখন ভক্ত প্রাণে। কাল মণ্ডপগুলোতে ভিড় ছিলো বেশি। সন্ধ্যার পর আলোকের রোশনাইয়ে জেগে ওঠে মণ্ডপগুলো। পুরনো ঢাকার মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে।
আজ শনিবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। কুমারী পূজা কেন করে? শ্রীরামকৃষ্ণের কথামৃততে বলা আছে- ‘শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা চন্দন ও নানা অলঙ্কার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হবে কুমারীকে।
দুর্গোত্সবে গতকাল শুক্রবার ছিলো মহাসপ্তমী। পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিলো। গতকাল থেকেই মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজারসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ বলেন, আজ সকালে কুমারী পূজার আয়োজন করেছি।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি এসএম মনিরুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে তিনি মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ডিআইজি এসএম মনিরুল ইসলাম মেহেরপুর শহরের বড়বাজার কালি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন- মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, সদর থানার ওসি রিয়াজুল ইসলাম, (তদন্ত) তরিকুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ। পরে তিনি মেহেরপুর শ্রী শ্রী হরিসভায় যান এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন- ডা. অলোক কুমার দাস, অভিজিৎ বোস বাবুয়া প্রমুখ। তিনি পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল শুক্রবার বিকেলে বামন্দী, মহাম্মদপুর, আমতৈল ও গাংনী পৌর পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি। উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রেজাউল হক, যুবলীগের শফি উদ্দীন, আসাদুজ্জামান, সোহেল, ছাত্রলীগের লাল্টু মিয়া, জনি, রতন, বাজু ও আলী আকবর প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে ঝিনাইদহের শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজামান। সন্ধ্যায় হামদহ কালীতলা মন্দির, বারোয়ারি মন্দির ও ব্যাপারিপাড়া মন্দির পরিদর্শন করেন ও আলোচনাসভায় অংশ নেন। পরিদর্শন শেষে হামদহ কালীতলা মন্দির পরিষদে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজামান। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, সদর থানার ওসি কাজী জালাল আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুল হাসান।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন উৎকর্ষের আয়োজনে পাঁচশ দুস্থের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বেশ কিছু কাপড় বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালিবাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উৎকর্ষ চেয়ারম্যান পংকজ সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন- পরিবেশক সমিতির আহ্বায়ক সদর উদ্দীন, উৎকর্ষের সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী, অধ্যাপক চণ্ডিপদ সাহা, অধ্যাপক দিপ্তেস ব্যানার্জি, অধ্যাপক শশাঙ্কখ সাহা, প্রফেসর উত্তম সাহা, প্রফসর চঞ্চল কুমার ব্যানার্জি, বিপুল সরকার প্রমুখ।